নিবেদনে….
নিজ প্রাণের অনুভূতিকে মাতৃভাষায় প্রকাশের মাধ্যমে আসে এক বিশেষ পরিতৃপ্তি।
বিজ্ঞানের ছাত্রী….. বিশাল এ মহাসমুদ্রে আমি এক বিন্দুমাত্র। অনুভূতির প্রকাশে মাতৃভাষা স্থান পেয়েছে সবার উপরে।
হৃদয়াকাশে প্রাণের স্পন্দন, প্রকৃতির সাথে আত্মার যোগ মিলেমিশে একাকার হয় অবসরের প্রতিটি মূহুর্তে……. প্রকাশ পায় কলমের ঝর্ণাধারায়…… জ্বলে উঠে মসৃন দীপশিখা—–সৃস্টি হয় কাব্য, কিছু কথা, কিছু ছন্দ গাঁথা। কাব্যের অতলে তলিয়ে গেলে আনন্দ আসে, ধন্য হই মনে মনে। প্রকৃতির রূপ মোহে, ছন্দের আকর্ষণে নিজ অনুভূতি মাতৃভাষায় প্রাণ পায়। সে সন্তুষ্টি তেই কলম চলে শুধু শান্তি লভিতে,, আনন্দ সাগরে নিমগ্ন হ’তে।
নিজ সীমিত ক্ষমতায় লিখা আমার এ ছন্দ গাঁথা নিবেদিত হলো তাঁর উদ্দেশ্যে যার আসন ভালোবাসার মসৃণ শিখায় প্রদীপ হ’য়ে জ্বলছে অন্তর মন্দিরে।
Reviews
There are no reviews yet.