আমার কবিতা মূক বা বধির নয়,
আমার কবিতা সচল, বাঙ্ময়..
আমার বুক চেরা রক্তে তাদের জন্ম
বেদনায় বেড়ে ওঠা- পোশাক অশ্রুজলে..
আমার কবিতারা আছে পরিযায়ী মরালের দলে..
আছে শিলাইপাতার চারপাশ খোলা জারোয়া কুটিরে..
যেখানে প্রবালেরা দৃশ্যমান- শঙ্খ, ঝিনুকের নির্জন বালুচরে..
কোলকাতার তিনখানা গ্রাম জুড়ে,
আমার কবিতারা অনুভূতিদের ছেড়ে যাওয়া শূন্যস্থান ভরাট করে..
জ্বলতে জ্বলতেই প্রদীপ নিভে যায়,
তিনতলার বারান্দা থেকে নীচের রাস্তায়..
অর্ধনগ্ন শরীর ঢাকা স্বল্পদৈর্ঘ্যের গামছায়..
“দীপ নিভে যায়” প্রতিবাদের
“দীপ নিভে যায়” প্রতিকারের
“দীপ নিভে যায়” সংঘর্ষের
“দীপ নিভে যায়” প্রতিরোধের
দেশ জোড়া অত্যাচার অন্ধকার রাতে..
আমার কবিতা একাকী কালপুরুষ, আলোর তরবারি হাতে..
সাইবার সেলের আক্রমণ- শতেক রক্তচক্ষু, হাজারো ভ্রূকুটি..
কণ্ঠরোধ, কলম রোখ, লেখনীতে অবরোধ- খানখান কুটিকুটি..
তোমরা কালির দোয়াত ভেঙে দিয়েছো, কলমে ভরেছি নিলয়ের রক্ত..
মশাল জ্বলেছে কলমের মুখে, নিশানা অব্যর্থ..
পুড়ে খাক হয়ে যাক তোমাদের মেকী সভ্যতার ‘ধারাভি’,
অগ্নুৎপাতে ছাই হয়ে যাক তোমাদের সমঝোতার পৃথিবী..
Reviews
There are no reviews yet.