যে শহর ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত, যে শহর অসংখ্য নোবেলজয়ীর কর্মস্থান, সেই শহরের শতবর্ষপ্রাচীন এক মেডিকেল কলেজ ও হাসপাতালে যেভাবে একজন ফুলের মতো নিষ্পাপ, মেধাবী ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়, তা’ “তিলোত্তমা” শীর্ষক গল্প ও কাব্য সংকলনে প্রতিবাদের প্রেরণা। তবে গল্পের স্বার্থে চরিত্রগুলো, অকুস্থল ও ঘটনাবলীর স্রোত সম্পূর্ণ কাল্পনিক রাখা হয়েছে।
তার নাম তিলোত্তমা নয়, তার পরিচয় গোপন রাখতেই তাকে এই নামে অভিহিত করা হয়েছে। তার কাহিনী শুধু তার নিজের মর্মান্তিক পরিণতির আখ্যান নয়, বরং সেই অসংখ্য অজানা নারীদের ট্র্যাজেডির প্রতিফলন, যারা যুগে যুগে একইভাবে ভয়ংকর পরিণতির শিকার হয়েছে।
পুরাণ মতে, তিলোত্তমা এক স্বর্গীয় সত্তা যা সৌন্দর্য ও শক্তির প্রতীক এবং যাবতীয় গুণাবলীর ধারক। কিন্তু এই গল্পে তিলোত্তমা এক করুণ রূপক- নিরীহের লাঞ্ছনা ও স্বপ্নের অপমৃত্যুর প্রতীক। “তিলোত্তমা” গ্রন্থে শুধু এক নারীর দুর্ভাগ্যের কথা বলা হয়নি, বরং এই একবিংশ শতাব্দীতেও নারীরা যেসব বিপদের সম্মুখীন হচ্ছে, এমনকি যেসব স্থান শিক্ষা ও স্বাস্থ্যের উপাসনা গৃহ, সেই সব আপাত নিরাপদ স্থানেও তাদের যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে, তা’ ফুটিয়ে তোলা হয়েছে।
“তিলোত্তমা” অসংখ্য গল্প ও কবিতার কোলাজ, যার বেশির ভাগই প্রতিবাদের চিত্রায়ণ, যেখানে ‘আট থেকে আশি’ “রাত দখল” অভিযানে অংশগ্রহণের মাধ্যমে সমাজ, প্রতিষ্ঠান ও ক্ষমতাবানদের ঔদাসীন্য ও নৃশংস ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই গ্রন্থ সেই নীরব বেদনা, অপূর্ণ স্বপ্ন, এবং অব্যক্ত যন্ত্রণার অভিব্যক্তি ও ন্যায়বিচারের জন্য অবিচল লড়াইয়ের জীবন্ত উপাখ্যান, যেখানে জনসাধারণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ধর্না ও অনশনে পর্যবসিত।
Sale
Original price was: ₹330.00.₹264.00Current price is: ₹264.00. ₹
Reviews
There are no reviews yet.